- অক্টোবর ২৭, ২০২৪
- লিড নিউস
- 18
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে জাকির হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সঙ্গে স্কচটেপ দিয়ে ১০ কেজি গাঁজা পেঁচানো ছিল।
রোববার (২৭ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। জাকির চুনারুঘাট উপজেলায় বাঘারুক গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পৃথক সড়ক দুর্ঘনায় আচার বিক্রেতা ও মাদক কারবারি দু’জনের মৃত্যু হয়েছে। একজনের মরদেহে স্কচটেপ মোড়ানো ১০ কেজি গাঁজা পাওয়া যায়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাদিউল ইসলাম জানান, রোববার সকালে নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জাকিরের মরদেহ পাওয়া যায়। তার শরীরে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে মাদক নিয়ে যাচ্ছিলেন জাকির। পথে কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সকালে আজমিরীগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মকবুল মিয়া (৪০) নামে এক আচার বিক্রেতার মৃত্যু হয়েছে। মকবুল মিয়া আচার বিক্রি করার জন্য ইজিবাইকে করে বাড়ি থেকে জেলা সদরে যাচ্ছিলেন। পথে পশ্চিমবাগ গ্রামের কাছে ইজিবাইক আর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি। এ অবস্থায় মকবুলকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আজমিরীগঞ্জ পৌরসভার নোয়ানগর এলাকার মুক্তিযোদ্ধা মনকুশ মিয়ার ছেলে।
দুপুরে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাসান এ তথ্য জানান।