- নভেম্বর ৪, ২০২৪
- শীর্ষ খবর
- 21
নিউজ ডেস্কঃ সিলেট-ভোলাগঞ্জ সড়কে বেপরোয়া ট্রাকের চাপায় সমরুন নেছা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট ভোলাগঞ্জ সড়কের পাড়ুয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।সিলেটের রেস্তোরাঁ
নিহত সমরুন নেছা কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া কালাসাদক গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী।
জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে সিলেট ভোলাগঞ্জ সড়কের পাড়ুয়া পাম্পের কাছাকাছি পাকা রাস্তার উপর সমরুন নেছাকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার এসআই সফিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ট্রাক ও চালক পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।