• নভেম্বর ৪, ২০২৪
  • শীর্ষ খবর
  • 20
সুনামগঞ্জে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু

সুনামগঞ্জ প্রতিনিধিঃ হাওরাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পাঠদান শুরু হয়েছে। ১২৮ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করছে বিশ্ববিদ্যালয়টি।

সোমবার (৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে পাঠদানের বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য মো. আবু নঈম শেখ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের তথ্যমতে, চারটি বিষয় ১৬০ শিক্ষার্থীর ভর্তির অনুমতি থাকলেও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এখন পর্যন্ত ১২৮ জন ভর্তি হয়েছেন। মূলত এই চারটি বিষয় নিয়ে যাত্রা শুরু করছে বিশ্ববিদ্যালয়টি।

ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৮ জন, রসায়ন বিভাগে ৩০, পদার্থবিদ্যা বিভাগে ৩০ ও গণিত বিভাগে ৩০ জন আছেন।

শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় সাত ও প্রতিবন্ধী কোটায় একজন ভর্তি হয়েছেন। তবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে সুনামগঞ্জের শিক্ষার্থী আছেন পাঁচজন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারসহ শিক্ষক আছেন ১৭ জন। কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৪৩।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকায় শান্তিগঞ্জ উপজেলা সদরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে থাকা টেক্সটাইল ইনস্টিটিউটের একটি ভবনে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবু নঈম শেখ বলেন, রোববার (৩ নভেম্বর) থেকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে। আশা করি সুনামগঞ্জ শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হয়। ২০২০ সালের ১৮ নভেম্বর জাতীয় সংসদে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ আইন পাস হয়। ২০২২ সালের ১৪ জুন উপাচার্য হিসেবে নিয়োগ পান গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. আবু নঈম শেখ। এরপর শান্তিগঞ্জে একটি ভাড়ার করা ভবনে তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।