• নভেম্বর ৫, ২০২৪
  • শীর্ষ খবর
  • 25
সিলেটে  ৬ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করছে পুলিশ

নিউজ ডেস্কঃ সিলেটে ৫ হাজার ১৪৫ কেজির ৬ লাখ টাকার মূল্যের ভারতীয় একটি চিনির চালান জব্দ করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সিলেট-তামাবিল সড়কের অভিযান পরিচালনা করে এই চালান জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাস্তায় তল্লাশীকালে সিলেট শহরের দিকে আসা একটি ট্রাক পুলিশের চেকপোষ্ট দেখতে ট্রাক থামিয়ে ড্রাইভারসহ দুজন পালিয়ে যায়। পরে ট্রাকে থাকা ত্রিপল সরিয়ে ১০৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।