- নভেম্বর ৭, ২০২৪
- শীর্ষ খবর
- 155
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজিজুর রহমান সরকারকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এএসপি আজিজুর হবিগঞ্জ জেলা পুলিশের মাধবপুর ও চুনারুঘাট সার্কেলের দায়িত্বরত ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর থেকে তিনি এখানে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধানে জনস্বার্থে এএসপি আজিজুর রহমান সরকারকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হলো। বিধি অনুযায়ী তিনি অবসরজনিত সুবিধাদি পাবেন।
