- নভেম্বর ২২, ২০২৪
- শীর্ষ খবর
- 20
হবিগঞ্জ প্রতিনিধিঃ ২০১৪ সালে জামায়াতে ইসলামীর মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও নবীগঞ্জ পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি সন্তোষ দাশকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাতে পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে নবীগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
সাইফুল জাহান চৌধুরী নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি। আর সন্তোষ দাশ চৌধুরী নবীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
জামায়াতে ইসলামী নবীগঞ্জ সদর ইউনিয়ন শাখার সভাপতি শাহ মো. আলাউদ্দিন গত ১৫ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরীসহ ২৬ নেতার নামে নবীগঞ্জ থানায় মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ এ মামলার এজাহারনামীয় আসামি। বৃহস্পতিবার তাদের হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এর প্রতিবাদে নবীগঞ্জ শহরে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতা শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় আলমগীর চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, শর্টগান ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রসহ মিছিলে হামলা চালান।
এতে জামায়াত নেতা শাহ মো. আলাউদ্দিন, সুবিন চৌধুরী, সাকিন আহমদ, আব্দুল মুকিত পাঠান, সাইদুল হক চৌধুরী, নাজমুল ইসলাম, ডা. আবুল কালাম আজাদসহ অনেকে গুরুতর আহত হন।
এ সময় সাইদুল হক চৌধুরীর রেনেসাঁ ফ্যাশন, রেনেসাঁ অফসেট, স্বাদ অ্যান্ড কোং নামের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয় তার দুটি মোটরসাইকেলে।