- নভেম্বর ২৭, ২০২৪
- শীর্ষ খবর
- 13
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু বক্কর সিদ্দিক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তাকে সুনামগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।