- ডিসেম্বর ২, ২০২৪
- শীর্ষ খবর
- 5
নিউজ ডেস্কঃ সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এমএ মান্নানের নাম ভাঙিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন চাচা-ভাতিজা অপরাধী চক্র। এমন অপকর্ম নেই যা তারা করেননি। ৫ আগস্ট সরকার পতনের পর চাচা-ভাতিজা ক্যাডার বাহিনী আত্মগোপনে পালিয়েছে। কিন্তু শেষ রক্তা হয়নি। অবশেষে গ্রেফতার হয়েছেন এই চক্রের এক সদস্য।
গ্রেফতারকৃতের নাম রেজা মিয়া তালুকদার। তিনি সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত শনিবার রাতে জাউয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি উপজেলার কিদ্রা কাপন গ্রামের মৃত আরজু মিয়া তালুকদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, রেজা ও তার ভাতিজা হিরক তালুকদারে বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হত্যাচষ্টোসহ নানা অপরাধ কর্মের ঘটনায় একডজন মামলা রয়েছে।
ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, একডজন মামলার আসামি রেজা মিয়া তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।