- জানুয়ারি ২, ২০২৫
- লিড নিউস
- 2
নিউজ ডেস্কঃ ‘একটি রাজনৈতিক দলের নেতা বলছেন তারা আর সেনাবাহিনী দেশপ্রেমিক। ইসলামপন্থি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ৭১-এ আপনাদের ভূমিকা কী ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন?’
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সিলেটে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে দেওয়া শুভেচ্ছা উপহার অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সেনাবাহিনী নিঃসন্দেহে দেশপ্রেমিক। কারণ তাদের পূর্বসূরিরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। জনগণ যখনই অত্যাচারিত হয়েছে সেনাবাহিনী তখনই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। ২৪-এর গণ-অভ্যুত্থানেও সেনাবাহিনী উজ্জ্বল ভূমিকা রেখেছে।
রিজভী ইসলামপন্থি সেই রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, ‘বাংলাদেশে আর কোনো দেশপ্রেমিক নেই? শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক বলে এ ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে।’
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন এক বছরের মধ্যে জুলাই-আগস্টের হত্যার বিচার হবে। কিন্তু আমি বলতে চাই শুধু সেসব হত্যারে বিচার হবে কিন্তু গত সাড়ে ১৫ বছর যাদের হত্যা করা হয়েছে, সেই বিচার কি হবে না? জুলাই-আগস্টের হত্যার যেমন বিচার হবে তেমনি সাড়ে ১৫ বছর যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়েছেন তাদের হত্যার বিচারও করতে হবে।’
তিনি আরও বলেন, ‘গত সাড়ে ১৫ বছর মানুষ নিঃশ্বাস নিতে পারত না। রাজনৈতিক দলের কণ্ঠের স্বাধীনতা ছিল না। সভা-সমাবেশের জন্য পুলিশ অনুমতি দিলেও যুবলীগ-ছাত্রলীগ লেলিয়ে দেওয়া হত। যুবদল ছাত্রদলের কর্মীদের গুম-খুন করা হয়েছে। শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরাপদ রাখতে এসব করেছে। তারপরও গণতন্ত্রের প্রশ্নে, মানুষের স্বাধীনতার প্রশ্নে, আমরা পিছুপা হইনি।’
‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি সম্পর্কে তিনি বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছর ধরে যারা নির্যাতিত, নিপীড়িত হয়েছেন। তাদের পরিবারের পাশে থাকতে, আমাদের এই সংগঠন। এটি মানবতাধর্মী কাজ। এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
অনুষ্ঠান শেষে যুব এশিয়া কাপ বিজয়ী তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার দিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে।
অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।