• জানুয়ারি ২৫, ২০২৫
  • শীর্ষ খবর
  • 2
জকিগঞ্জে মোটরসাইকেল চাপায় প্রাণ গেল যুবকের : আহত ২

জকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল ও ঠেলাগাড়ির সংঘর্ষে নাসির আহমদ (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সোনাসার গ্রামের আব্দুর রহিম (১৭) ও হাসিতলা গ্রামের সাফি আহমদ (১৮) নামের দুই যুবক আহত হয়েছেন।সিলেট পর্যটন প্যাকেজ

গতকাল শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকপুর ইউপির কলাকুটা গ্রামের সাখাওয়াত আলীর ছেলে নাসির আহমদ ঠেলাগাড়ি নিয়ে কলাকুটা বাংলা বাড়ি রাস্তা সংলগ্ন জকিগঞ্জ-সিলেট সড়ক থেকে লাকড়ি আনতে যান। রাত ১০ টার দিকে কালিগঞ্জ বাজারগামী একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনিসহ মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম ও সাফি আহমদ গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ বাজারের ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেন এবং নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে নাসির আহমদ মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।সিলেট পর্যটন প্যাকেজ

জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঠেলাগাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক আহত হন। এরমধ্যে নাসির আহমদ ওসমানী হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার লাশ ওসমানী মেডিকেল মর্গে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।