- জানুয়ারি ২৬, ২০২৫
- মৌলভীবাজার
- 32

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিবের বাসায় হামলা ও ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। গতকাল ২৫ জানুয়ারি রাতে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ নেতা রাজিবের বাসায় হামলা ও ভাঙচুর এবং তার ভাতিজাকে পিঠিয়ে আহত করে দুর্বৃত্তরা।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার কারনে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দা, চাপাতি ও লাঠি, হাতুড়ি নিয়ে রাজিবের বাসাতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এসময় তারা রাজিবের ঘরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেয়াল থেকে নামিয়ে ভাংচুর করে। এসময় রাজিবের ভাতিজা নাইমুল ইসলাম শাফি বাঁধা দিতে গেলে তাকে লাটি দিয়ে এলোপাথাড়ি মারধর করে দুবৃর্ত্তরা। স্থানীয় লোকজন শাফির চিৎকার শুনে তাকে উদ্ধার করে। এসময় তারা ঘরের মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের বাঁধার মুখে পিছু হাটে।
রাজিবের ভাতিজা নাইমুল ইসলাম শাফি বলেন, আমাদের ঘরে ৬ জন সদস্য আছেন। আমাকে বাসায় রেখে বাড়ির সবাই গ্রামে বেড়াতে গিয়েছিলেন। হামলাকারীরা যখন বাড়িতে আসে তখন তারা আমাকে বলে, তর চাচা রাজিব লন্ডনে বসে বড় বড় কথা বলে বিএনপির ও অন্তবর্তী সরকারের বিরুদ্ধে সরাসরি ফেসবুকে লেখালেখি করে। এগুলা বন্ধ না করলে তার পরিনতি আরও ভয়াবহ হবে। হামলাকারী সবার মুখ কাপড় দিয়ে ঢাকা ও হেলমেট পড়া ছিল। সেজন্য কাউকে চিনতে পারিনি।
সাকিবুল হাসান রাজিবের মা রাবেয়া বেগম জানান, এই হামলার ঘটনা থানায় তাৎক্ষণিক জানলে তারা কোন পদক্ষেপ নেয়নি। থানায় হামলার কোনো অভিযোগ গ্রহণ করেনি কারণ একটাই আমার ছেলে রাজিব আওয়ামী লীগের রাজনীতি করে। আমরা এখন প্রতি মূহুর্তে আতঙ্কে থাকি।কখন যে আবার হামলা হয় এই চিন্তায় দিনযাপন করছি আমরা।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, এ ব্যাপারে আমাদের কাছে মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময় থেকে কিছু বিষয়ে আমরা অপারগ। কারণ আওয়ামী লীগের রাজনীতি যারা করেন তাদের বিরুদ্ধেই অনেক মামালা হচ্ছে।