• ফেব্রুয়ারি ১, ২০২৫
  • শীর্ষ খবর
  • 4
সিলেটে ড্রেন থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ সিলেটে ড্রেন থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে নগরের উপকন্ঠ তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনে সড়কের পাশের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের কিশোরের বয়স আনুমানিক ১৬ বছর। মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে কিংবা তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা যায়, আজ সকালে স্থানীয় লোকজন ড্রেনের ভেতর একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান উল্লাহ বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।