• ফেব্রুয়ারি ১, ২০২৫
  • লিড নিউস
  • 1
হত্যা-গুমের বিচার আগে পরে নির্বাচন : জামায়াতের আমির

সুনামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই-আগস্টের বিপ্লবসহ দেশের সব হত্যা ও গুমের বিচার করতে হবে। খুব দ্রুত এই দেশে তাদের বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নির্বাচন আরও পরে দেওয়া হোক।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি নিজ দলের নেতাকর্মী সম্পর্কে বলেন, আমাদের নেতাকর্মীরা ৫ আগস্টের পর কোনো জলমহাল, বালুমহাল দখলসহ দেশের কোথাও চাঁদাবাজি করেনি। মামলা বাণিজ্য করেনি। যদি জামায়েতের কেউ অপরাধ করে তাকে আইনের আওতায় নিয়ে আসুন।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার জামায়েত ইসলামের নিবন্ধন বাতিল করেছে, জামায়াতে ইসলাম দল নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা সবাইকে বলে দিতে চাই, আমরা কিন্তু ভেঙে পড়েনি। কারণ আমরা জানি জামায়াতে ইসলাম সত্য ও ন্যায়ের পক্ষে চলে।

সম্মেলনে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়াও সম্মেলনে যোগ দিতে সিলেটসহ সুনামগঞ্জের ১২ উপজেলা থেকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল ও ব্যানার ফেস্টুন নিয়ে সম্মেলনে যোগদান করেন।