• ফেব্রুয়ারি ১৯, ২০২৫
  • লিড নিউস
  • 12
একটি দল আছে লাফ দিয়ে দিয়ে কোল বদল করে : মোয়াজ্জেম হোসেন আলাল

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, একটি দল আছে লাফ দিয়ে দিয়ে কোল বদল করে,কত দিন বিএনপির কোলে থাকে ভাল লাগেনা, লাফ দিয়ে আওয়ামীলগের কোলে চড়ে। আবার ১৯৮৬ সালে লাফ দিয়ে জাতীয় পার্টির কোলে উঠেছিল। বার বার কোল বদল করা দল যারা , তারা দয়া করে একটি জায়গায় স্থির হোন।

বুধবার বিকালে সিলেটের রেজিস্ট্রারি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ

এসময় তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সম্পর্কে বলেন, আপনারা (আওয়ামী লীগ) জাতীয় কাছে ক্ষমা চান। তওবা করেন, আপা আপা বললে আর হবে না। শেখ হাসিনা এখন আওয়ামী লীগের নেত্রী না। সে তার পরিবারের নেত্রী। তাই পরিবারের সবাইকে নিয়ে দেশ ছেড়েছে। তাদের পরিবারের কেউ এখন পর্যন্ত গ্রেফতার হয় নি।

আলাল আরও বলেন, এই সরকার সবার সমর্থনে তৈরি হয়েছে। এত সমর্থন থাকার পরেও দ্রব্যমূল্যের দাম কমাতে ব্যার্থ এই সরকার। দাম কমাতে না পারলে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। বাণিজ্য উপদেষ্টা চাইলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেন।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ ও সহনীয় পর্যায়ে নিয়ে আসা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন, গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে বিরাজমান ফ্যাসিবাদী শাসনের নানা চক্রান্ত ও অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নতুন বন্ধুদেরকে বলব কুড়াল দিয়ে কিন্তু শেভ করা যায়না। শেভ করতে হলে ব্লেড লাগবে, চুল কাটতে হলে কাচি লাগবে। সুতরাং কুড়াল দিয়ে শেভ করা চেষ্টা করবেন না ব্যর্থ হবেন, সত্যিটা নষ্ঠ হয়ে যাবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অথিতির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির খান, তাহসিনা রুশদীর লুনা, সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গেউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দীকি, সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আব্দুল কাহের চৌধুরী শামীম, হাদিয়া চৌধুরী মুন্নী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।