• মার্চ ৩, ২০২৫
  • লিড নিউস
  • 49
সিলেটের সিভিল সার্জনকে ওএসডি করা হলো

নিউজ ডেস্কঃ সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সাল থেকে তিনি সিলেটের সিভিল সার্জন হিসেবে কর্মরত রয়েছেন।সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ

রবিবার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন এতে সই করেছেন। সিলেটের সিভিল সার্জনসহ দেশের মোট ২৯ জন সিভিল সার্জনকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন।

২০২৩ সালে ৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে ডা. মনিসর চৌধুরীকে সিলেটের সিভিল সার্জন হিসেবে পদায়নের আদেশ জারি করা হয়।