- মার্চ ৬, ২০২৫
- শীর্ষ খবর
- 3

নিউজ ডেস্কঃ জয় বাংলা ব্রিগেড সদস্য, হাফডজন মামলার আসামি যুবলীগ নেতা বাবুল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ মার্চ) ভোরে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবুল আহমদ (৪৫), সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া আটগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে। এছাড়া তিনি জয় বাংলা ব্রিগেড সদস্য, জেলা যুবলীগের সাবেক সদস্য ছিলেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতোয়ালি থানার পুলিশের অভিযানে জয় বাংলা ব্রিগেড সদস্য বাবুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। যার মামলা (নং-১৩ (২)’২৫)। এছাড়া রেকর্ডপত্র পর্যালোচনা করে তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ আরও ৬টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।