• মার্চ ৯, ২০২৫
  • লিড নিউস
  • 2
সিলেটে ১৮ লাখ টাকার ভারতীয় চিনিসহ আটক ৩

নিউজ ডেস্কঃ সিলেটে অবৈধ ভাবে নিয়ে আসা ৩০৮ বস্তায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চিনির চালানসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (০৮ মার্চ) সিলেট-তামাবিল সড়কের দাসপাড়ায় একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২২-৮৭৭৯) চিনির চালানটি জব্দ করা হয়।

এ ঘটনায় আটকরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার নান্দিশ্রী বাজার এলাকার ফখরুল উদ্দিনের ছেলে মো. শাহিন উদ্দিন (২৪), বিয়ানীবাজারের দুবাগ গ্রামের মৃত নুর আলী ইসলামের মো. রবিউল (২৫) এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. জুনায়েদ মিয়া (২৬)।

আটকরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাই চিনির চালানের অজ্ঞাত মালিক জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের দাসপাড়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাসিকালে ট্রাকভর্তি চিনির চালানটি আটক করে পুলিশ। জব্দকৃত ৩০৮ বস্তা ভারতীয় চিনির মূল্য আনুমানিক ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা ধরা হয়েছে।