- মার্চ ১৭, ২০২৫
- খেলাধুলা
- 108

হবিগঞ্জ প্রতিনিধিঃ ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা একমাত্র বাংলাদেশি তারকা দেওয়ান হামজা চৌধুরী আজ সোমবার (১৭ মার্চ) দেশে ফিরছেন।
বাংলাদেশের পক্ষে খেলার জন্য ফিফার অনুমোদন পাওয়া হামজা আজ যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে।
সেখান থেকে সরাসরি নিজ গ্রামের বাড়ি হবিগঞ্জে বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে ফিরবেন। এ উপলক্ষে স্থানীয়রা তাকে স্বাগত জানানোর জন্য তোরণ বা গেট স্থাপন করেছেন। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জানা গেছে, হামজার সঙ্গে থাকবেন তার মা, স্ত্রী ও সন্তান। সিলেট থেকে রওনা হওয়ার পর স্থানীয় লোকজন মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে বরণ করবেন বলে স্নানঘাট গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান বাংলানিউজকে জানিয়েছেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, হামজার বাহুবল আগমনকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যতক্ষণ এলাকায় থাকবেন আমরা তার আশপাশে অবস্থান করব।
হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী জানান, তিনি বাহুবলে একদিন অবস্থান শেষে ঢাকায় যাবেন। সেখানে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করে ২০ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দেশ ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে, আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন এই প্রতিভাবান মিডফিল্ডার।
এদিকে হামজাকে বরণ করে নিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ভক্তদের ভিড় জমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তারা। সিলেট থেকে হবিগঞ্জ নিজ বাড়িতে হামজাকে নেওয়ার জন্য প্রস্তুত ছাদখোলা গাড়িও। হামজাকে বরণ করে নিতে বাফুফের পক্ষ থেকে আছেন ইকবাল হোসেন, গোলাম গাউস, কামরুল ইসলাম হিল্টন ও সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন।