• মার্চ ১৮, ২০২৫
  • শীর্ষ খবর
  • 1
জগন্নাথপুরে আগ্নেআস্ত্রসহ কলেজ শিক্ষার্থী আটক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে আগ্নেআস্ত্রসহ সামির রহমান (২০) নামের এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

মঙ্গলবার (১৮ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সামির রহমান উপজেলার পৌরসভার ইসহাকপুর এলাকার পৌর বিএনপির সাবেক সহসভাপতি শাহিনুর রহমান শাহিনের ছেলে ও সিলেট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিএনপি নেতা শাহিনুর রহমানের বাড়িতে অভিযান চালান।

অভিযানে ২টি পাইপগান, ১টি এয়ারগান, ৩টি চাপাতি ও দা, ৭টি টেঁটা ও ১০টি ছুরি উদ্ধার করা হয়। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহিনুর রহমান পালিয়ে যান। পরে এ ঘটনায় সামির রহমান কে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জগন্নাথপুর থানার (ওসি) মাহফুজ ইতনিয়াজ ভূঁইয়া বলেন, ‌‌এ ঘটনায় জগন্নাথপুর থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।