- মার্চ ২৭, ২০২৫
- শীর্ষ খবর
- 3

নিউজ ডেস্কঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাঈমকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। নাঈম মহানগরীর আখালিয়া এলাকার সিকন্দর আলীর ছেলে।
২৬ মার্চ দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে একাধিক মাদক, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই মামলা রয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।