- এপ্রিল ৭, ২০২৫
- লিড নিউস
- 2

নিউজ ডেস্ক:ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতম গণহত্যার প্রতিবাদে ডাকা দেওয়া বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়েছে সিলেটে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষাও বন্ধ রয়েছে।
সোমবার (৭ মার্চ) বেলা ১২টা থেকে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিক্ষোভ চলছিল।
এদিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবী করে সিলেট নগরীর মিরবক্সটুলা অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট, দরগাহ গেইট এলাকার বাটার শোরুম ও আম্বরখানা এলাকায় ইউনিমার্টে ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় রেস্টুরেন্টের ভিতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়।
জানা যায়, জোহরের নামাজ শেষে বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন ব্যানারে নগরীর বিভিন্ন এলাকা থেকে মানুষজন কোর্ট পয়েন্টে এসে জড়ো হন। এখান থেকে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করে নগরীর চৌহাট্টা পয়েন্টে যান। মিছিলে ফিলিস্তিনি পতাকা, ফিলিস্তিনে সংঘটিত গণহত্যার প্রতীকী মরদহে বহন করা হয়। সেখান থেকে বিভিন্ন গ্রুপ মিরবক্সটুলা অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট, দরগাহ গেইট এলাকার বাটার শোরুম ও আম্বরখানা এলাকায় ইউনিমার্টে ভাঙচুর করে।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন। এই পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের নীরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক। বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।