• এপ্রিল ৭, ২০২৫
  • শীর্ষ খবর
  • 2
জগন্নাথপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির মামলার অজ্ঞাত আসামী হিসেবে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ ঝুনুকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ( ৬ এপ্রিল) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আওয়ামী লীগের ওই নেতা উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামের ছান্দু মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওমায়ী লীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আদালতে জামিনের জন্য হাজির হলে; আরও তিন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।