- এপ্রিল ২২, ২০২৫
- লিড নিউস
- 5

নিউজ ডেস্কঃ সিলেটের জকিগঞ্জ থেকে কক্সবাজার গিয়ে নিখোঁজ হওয়া ৬ জনের খোঁজ মিলেছে।
মঙ্গলবার (২২এপ্রিল) রাতে সাড়ে ৮টার দিকে কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে।
বর্তমানে তারা টেকনাফ মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন নিখোঁজ খালেদ হাসানের বাবা ও জকিগঞ্জের খলাছড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য সফর উদ্দিন।
মঙ্গলবার রাতে তিনি বলেন, আমার ছেলেসহ সবাইকে পাওয়া গেছে। টেকনাফ থানা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। আমার ছেলে ফোনে কথা বলেছে। সে জানিয়েছে থানায় রয়েছে এবং অনেক কান্নাকাটি করছে।
উদ্ধার হওয়া ৬ জন হলেন-জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ(২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত সরবদি’র ছেলে আব্দুল জলিল (৫৫)।
এব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক মুন্না বলেন,সিলেট জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় কক্সবাজার ও টেকনাফ থানা পুলিশ নিখোঁজ ৬জনকে উদ্ধার করেছে। তারা বর্তমানে সেখানে রয়েছেন।