• এপ্রিল ২৪, ২০২৫
  • শীর্ষ খবর
  • 3
ঢাকা-সিলেট মহাসড়কে বালি ভর্তি ট্রাকে ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে বালি বোঝাই ট্রাক থেকে ১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ভিটামিন, কসমেটিক্স এবং মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) বিকেলে থেকে রাতে ৪টি পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট হতে ছেড়ে আসা একটি বালি ভর্তি ট্রাককে দেখতে পেলে টহলদল ট্রাকটিকে থামার জন্য সিগন্যাল দেয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক টহলদলের ২০০ গজ দূরে ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়। ট্রাকটি তল্লাশি করে বালির নিচে অভিনব কায়দার রাখা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, জিলেট ব্লেড, চশমাসহ ট্রাকটি আটক করা হয়।

এ ছাড়াও, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ গুটিবাড়ী, বাল্লা এবং মনতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পৃথক ৩টি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড ভিটামিন এবং বাংলাদেশি মশার কয়েল আটক করতে সক্ষম হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা।