• এপ্রিল ২৯, ২০২৫
  • শীর্ষ খবর
  • 4
হাতে পলিথিন থাকলেই জরিমানা করা হবে

নিউজ ডেস্কঃ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে জিরো টলারেন্স নীতির আওতায় হাতে পলিথিন থাকলেই জরিমানা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

তিনি বলেন, ‘বাংলাদেশ ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করেছে। বর্জ্য ব্যবস্থাপনা এ মন্ত্রণালয়ের কাজ না হলেও তার অব্যবস্থাপনার জন্য নদী-নালা, খাল-বিল দূষণ ও ভরাট হচ্ছে। এমনকি তা মাইক্রো প্লাস্টিক আকারে মানব দেহে প্রবেশ করে মানুষের জীবন ঝুঁকিপূর্ণ করছে। আপনারা ফ্রিতে ক্যান্সার খাচ্ছেন। এটা না করে ক্রেতা ও ব্যবহারকারীকে পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। পলিথিন ব্যবহার বন্ধে আমরা শুধু এডভোকেসি করব, এটা হবে না। এখন থেকে আমরা আমরা এনফোর্সমেন্টে যাবো।’

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাগন, বাজার মনিটরিং কমিটি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।।

এসময় ড. ফারহিনা আহমেদ আরও বলেন, পলিথিন ফ্রি মনে হলেও এর মূল্য দিচ্ছে রাষ্ট্র। এর মূল্য দিচ্ছে আপনার সন্তান, বাবা, মা ও দেশের পরিবেশ। পলিথিনের অধিক ব্যবহারের কারণে বায়োডাইভারসিটি নষ্ট হচ্ছে। তাই বিকল্পের চিন্তা বাদ দিয়ে ব্যক্তি পর্যায়ে ব্যবহার বন্ধ করেন। না হলে পরের জেনারেশন আমাদেরকে শুধু গালি দেবে।

তিনি বলেন, যখন পলিথিন ছিল না তখন কি বাজার বন্ধ ছিল। ক্রেতাকে ব্যাগ পরিবহন করতে হবে। বাজারে পলিথিন না থাকলে এর বিকল্পও তৈরি হবে। তাই এনফোর্সমেন্ট ছাড়া উপায় নাই। সিলেটে একটি ট্রাকও যেন পলিথিন নিয়ে ঢুকতে না পারে এটা পুলিশবাহীনি নিশ্চিত করবেন। আমরা পলিথিন উৎপাদন বন্ধে কাজ করছি।

তিনি আরও বলেন, সিলেট অঞ্চল প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত। এখানে অনেক পর্যটন স্পট রয়েছে। সিলেটে আগত পর্যটকদের প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্যের ক্ষতি লাঘবের জন্য সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে স্পটভিত্তিক কমিটি গঠনের অনুরোধ করেন। উক্ত কমিটি পর্যটন স্পটের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে করবে।

সচিব বাজার কমিটি ও সরকারি দপ্তরের সমন্বয়ে পলিথিন মুক্ত একটি মডেল বাজারের প্রস্তাবকে স্বাগত জানান এবং এক্ষেত্রে বাজার কমিটিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাধ্যমে পুরস্কৃত করার ঘোষণা দেন। তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় আগে নিজে বদলাবো, পরে সমাজ বদলাবো। সরকারি পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, পাট অধিদপ্তর, বিআরডিবি ইত্যাদি দপ্তরকে সম্পৃক্ত করে প্রশিক্ষণের মাধ্যমে নিষিদ্ধ পলিথিন সম্পর্কে সচেতন ও পলিথিনের বিকল্প পণ্য বাজারজাতকরণে সহায়তার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে মর্মে সবাইকে অবহিত করেন।

সভায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব জনাব সিদ্ধার্থ শংকর কুন্ডু নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে সরকারী উদ্যোগ, আইনগত বিধি-নিষেধ নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন প্রদান করেন।

সভায় আরও বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, পর্যটন পুলিশ এর প্রতিনিধি, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট এর বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা। এছাড়াও বিভাগীয় বন কর্মকর্তা, সিলেট জেলার সরকারী দপ্তরসমূহের অফিস প্রধানগণ, বিভিন্ন বাজারের ব্যবসায়ী প্রতিনিধি, হোটেল- রেস্তোরা মালিক সমিতির প্রতিনিধি, শিক্ষার্থী , স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন।