• মে ৮, ২০২৫
  • আন্তর্জাতিক
  • 3
ভারতীয় ২৫টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ভারতের ২৫টি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তান সশস্ত্র বাহিনী সফলভাবে ২৫টি ইসরায়েলি-নির্মিত হারপ ড্রোন ভূপাতিত করেছে।

এসব ড্রোনকে প্রতিহত করতে— টেকনিক্যাল (সফট-কিল) এবং অস্ত্রভিত্তিক (হার্ড-কিল) উভয় ধরনের প্রতিরক্ষা কৌশল ব্যবহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানায়।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারতের পাঠানো ইসরায়েলি তৈরি হারপ ড্রোনগুলো করাচি ও লাহোরসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করে। এসব ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ভারতীয় ড্রোনগুলো বারবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করছে…এই নগ্ন আগ্রাসনের জন্য ভারতকে চড়া মূল্য দিতে হবে।

আহমেদ শরিফ চৌধুরী আরও বলেন, ইসরায়েলের তৈরি হারপ ড্রোন ব্যবহার ভারতের হতাশা ও আতঙ্কের বহিঃপ্রকাশই। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পড়ে থাকা এসব ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।

এর আগের দিন বুধবার ভোরে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো হয়। নয়াদিল্লির দাবি, সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

দুই সপ্তাহ আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে এক হামলায় ২৬ জন নিহত হন। ভারতের দাবি, এ ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে।

ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দেয়। একইসঙ্গে তারা দাবি করে, ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তারা।

এই ঘটনার ফলে দক্ষিণ এশিয়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে আরও বড় ধরনের সামরিক সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে।