• মে ১১, ২০২৫
  • শীর্ষ খবর
  • 9
“সিলেটে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত”

নিউজ ডেস্কঃ সিলেটের স্বনামধন্য ট্রাভেল এজেন্সী সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসের আয়োজনে ২০২৫ সালের হজ্ব যাত্রীদের নিয়ে হজ্জ প্রশিক্ষণ কর্মশালার সম্পন্ন হয়ছে।

রোববার (১০মে) নগরীর নাইওরপুলের একটি অভিজাত হোটেলের মিলনায়তনে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর হজ্জ যাত্রীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

হজ্জের হুকুম-আহকাম নিয়ে যাত্রীদেরকে প্রধান আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট ইসলামিক স্কলার, এটিএন বাংলার ইসলামিক প্রোগ্রামের জনপ্রিয় উপস্থাপক শায়েখ শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।

এছাড়াও হজ্জের ফরজ এবং ওয়াজিব সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান সহ প্রশিক্ষন প্রদান করেন,ঢাকাস্থ সৌদি দূতাবাসের দ্বায়ী ও হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।

এসময় হজ্জ্ব বিষয়ক দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্তাধিকারী ও চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল।

বক্তব্যে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্তাধিকারী মোতাহার হোসেন বাবুল জানান, এবছরের হজ্জ্ব যাত্রার জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর মাধ্যমে মোট ৩২০ জন হজ্জ্বযাত্রী তাদের হজ্জ যাত্রা নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর পক্ষ থেকে সিলেট থেকে হজ্জ্বের প্রথম ফ্লাইট শুরু হবে ১৪ মে। এবার সরাসরি সিলেট থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইট শুরু হবে।

সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের হজ্জ ও উমরাহ সার্ভিসের ম্যানেজার মিয়া মোহাম্মদ রাসেল ও আব্দুল্লাহ এ মাসুমের পরিচালনায় হজ্জ্ব প্রশিক্ষণ কর্মশালায় অনেকের মধ্যে আরো বক্তব্য রাখেন আকাবা ট্রেডিং কর্পোরেশনের স্বত্তাধিকারী মোহাম্মদ আব্দুল কাইয়ুম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম ও খতিব মতিউর রহমান ও মহানগর ইমাম সমিতির সভাপতি হাবিব আহমেদ শিহাব সহ আরো অনেকে।
প্রশিক্ষণ কর্মশালায় হজ্জ যাত্রীদের হজ্জবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকরা।