• জুলাই ২, ২০২৫
  • শীর্ষ খবর
  • 2
সিলেটে ডেঙ্গু-করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই : আরো একজনের মৃত্যু

 

নিউজ ডেস্কঃ সিলেটে ডেঙ্গু ও করোনাভাইরাস—দুই রোগের সংক্রমণই বাড়ছে উদ্বেগজনক হারে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বর্তমানে বিভাগটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন ডেঙ্গু রোগী। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২ জন, হবিগঞ্জ সদর হাসপাতালেও ২ জন, আর লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আরও ১ জন।

জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ১০ জন ডেঙ্গু রোগী, হবিগঞ্জে ১৪ জন, সুনামগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে ৩ জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে, করোনাভাইরাস পরিস্থিতিও ধীরে ধীরে উদ্বেগজনক হয়ে উঠছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত মোট ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যেখানে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৪২২ জনের।

বর্তমানে সিলেট বিভাগে আইসোলেশনে রয়েছেন ৩ জন করোনা রোগী। তাদের সকলকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

এদিকে, গেলো ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে ২৮ জুন আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে।

স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট সবাইকে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।