• জুলাই ৪, ২০২৫
  • শীর্ষ খবর
  • 2
শাহপরাণে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা আটক

নিউজ ডেস্কঃ সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৫৪ বস্তায় মোট ১,৬২০ কেজি জিরা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা। তবে অভিযানের সময় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে শাহপরাণ মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জামান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের জালালাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন প্রজাপতি গেইটের সামনে একটি সন্দেহভাজন ডিআই পিকআপকে থামার সিগন্যাল দেন। পুলিশ দেখে পিকআপটি থামালেও চালক দ্রুত গাড়ি ফেলে পালিয়ে যায়।

পরে গাড়িটি তল্লাশি করে প্রতিটি ৩০ কেজি ওজনের মোট ৫৪ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়। জব্দ করা হয় BLUE/YELLOW রঙের একটি টাটা ডিআই পিকআপও, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন ২০-৮৯১৩। গাড়িটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

এই ঘটনায় পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন। তিনি জানান, এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা (এফআইআর নং-০৩, তারিখ: ৪ জুলাই ২০২৫) রুজু করা হয়েছে।