• জুলাই ১২, ২০২৫
  • লিড নিউস
  • 2
বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন না করলে পুরো জাতি বিভ্রান্ত হবে: ড.এনামুল হক চৌধুরী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট বিভাগী ক্রীড়া সংস্থার আহ্বায়ক ড. মো.এনামুল হক চৌধুরী বলেছেন, সাংবাদিকতায় যদি অসৎভাবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে না পারেন তাহলে পুরো জাতি বিভ্রান্তির দিকে ধাবিত হবে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে হবে, তা না হলে পুরো জাতি বিভ্রান্তির মধ্যে পড়বে।

তিনি আরও বলেন, সৎভাবে সমাজের অপরাধ লিখনির মাধ্যমে তুলে ধরতে হবে।

শনিবার (১২ জুলাই) মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সাংবাদিকতা করতে হলে বেসিক পড়াশোনা করা অত্যন্ত জরুরি। মাইক্রোফাইনান্স আসলে কী এ বিষয়টা যদি না জানেন এবং না বুঝেন শুধুমাত্র পত্রিকায় পড়ে মাইক্রোফাইনান্সের বিশ্লেষণ করা সম্ভব হবে না।

সাংবাদিকতা করতে হলে বেসিক পড়াশোনার পাশাপাশি সমাজের অন্য সব বিষয়ে সাধারণ ধারণা থাকা জরুরি। সাংবাদিকতার ক্ষেত্রে যদি পড়াশোনা না থাকে তাহলে ঘটনার যাচাই-বাছাই করা সম্ভব হবে না সাংবাদিকতায় সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের আহ্বায়ক মাসুদ আহমেদ রনির সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক ড. মো. এনামুল হক চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমীন লস্কর রাব্বি, সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী, ওমেন্স জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের যুগ্ম সদস্য সচিব মামুন হোসেন।

অনুষ্ঠানে নিহত সিলেটের শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার তহবিল সিলেটের জৈষ্ঠ্য ফটো সাংবাদিক মামুন হাসানের চিকিৎসায় ব্যয় করা হবে। দিনব্যাপী এ কর্মশালায় জাতীয় ও স্থানীয় সাংবাদিকরা প্রশিক্ষণ দেবেন।