- জুলাই ১২, ২০২৫
- শীর্ষ খবর
- 2

নিউজ ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতাকে আটক করা হয়েছে।
তার নাম মোখলেছুর রহমান সুমন। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি ফরিদপুর জেরার ভাঙ্গা উপজেলায়।
শনিবার (১২ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে ভারতে প্রবেশকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হন তিনি। পরে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির তামাবিল বিওপির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সদস্যরা আটক মুখলেছুর রহমান সুমনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।
সুমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর দমন পীড়নসহ নানা অভিযোগে তিনি পলাতক আসামি।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।