- জুলাই ১৪, ২০২৫
- শীর্ষ খবর
- 7

নিউজ ডেস্কঃ সিলেটের কানাইঘাটে ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী হোসেন আহমদ চৌধুরী আক্তারকে (৪৫) আটক করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বছরখানেক আগে আক্তারের সঙ্গে একই গ্রামের আব্দুল জব্বারের মেয়ে সাবানা বেগমের বিয়ে হয়। গত ১২ জুলাই দিবাগত রাতে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামে অসুস্থ স্ত্রীকে পিত্রালয় থেকে নিজ বাড়িতে নিতে যান আক্তার। কিন্তু শ্বাশুড়ি তাকে নিয়ে যেতে নিষেধ করলে ক্ষুব্ধ হয়ে তিনি বেরিয়ে যান। কিছুক্ষণ পর নয়াবাজার থেকে পেট্রোল কিনে ফেরত এসে ঘুমন্ত অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
সাবানার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান এবং দ্রুত তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করান। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাবানা একটি মৃত কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে তার অবস্থাও আশঙ্কাজনক।
ভিকটিমের বাবা আব্দুল জব্বার বলেন, আমার জামাতা আচমকাই এসে মেয়ের গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যান। এখন আমার মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
বিষয়টি নিয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত আক্তারকে উপজেলার সাতবাক ইউনিয়নের চরিপাড়া গ্রাম থেকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।