• জুলাই ২১, ২০২৫
  • জাতীয়
  • 119
উত্তরায় শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত: তারেক রহমানের শোক

নিউজ ডেস্কঃ উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ শোক জানান।

তারেক রহমান বলেন, “রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলষ্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও বেদনার্ত। এই ঘটনায় গোটা জাতি শোকে মুহ্যমান। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি, আল্লাহ যেন শোকার্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’’

তিনি বলেন, ‘‘বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক-আমি এই দাবি করছি। আমি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ আগুনে দগ্ধ শিক্ষার্থী যারা গুরুতর হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছে তাদের আশু সুস্থতা কামনা করি।