• জুলাই ২১, ২০২৫
  • শীর্ষ খবর
  • 3
এনসিপি’র পোস্টার ছেঁড়ার ঘটনায় সিসিকের তিন কর্মী বহিষ্কার

নিউজ ডেস্কঃ ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’র আগামী ২৫/০৭/২০২৫ খ্রি. তারিখের পদযাত্রা ও সমাবেশকে সামনে রেখে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় সাঁটানো একটি পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের দুজন শ্রমিক ও একজন সুপারভাইজারকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার ও মোশাররফ এবং একই শাখার সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি।

সিসিকের কর্মকর্তা নেহার পুরকায়স্থের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ ঘটনা অধিকতর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার (২০ জুলাই) রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এক শ্রমিক এনসিপি এর পোস্টার ছিঁড়ে ফেলে।

খবর পেয়ে রাতেই শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকিকে বহিষ্কার করা হয়।

এ ঘটনা অধিকতর তদন্তে সোমবার ((২১ জুলাই) তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।