- জুলাই ২২, ২০২৫
- শীর্ষ খবর
- 1

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। অনিয়ন্ত্রিতভাবে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি। আর এতে সঠিক সময়ে গন্তব্যে যেতে পারছেন না পৌরবাসীসহ বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষ।
সরজমিনে দেখা যায়, সুনামগঞ্জ পৌর শহরে যানজট সাধারণ মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শহরের প্রধান সড়ক আলফাত স্কয়ার পয়েন্ট, কোর্ট পয়েন্ট, নবীনগর পয়েন্টসহ ১৩টি পয়েন্টে সকাল থেকে রাত পর্যন্ত থাকে তীব্র যানজট। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
পৌর শহরের বাসিন্দা লুৎফুর রহমান বলেন, অতিরিক্ত ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চলাচলে শহরে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট এবং যত্রতত্র গাড়ি পার্কিং যানজট আরও বাড়িয়ে দিচ্ছে।
বেতগঞ্জ থেকে আসা আমির খসরু বলেন, বিশেষ কাজে শহরের আদালত প্রাঙ্গণে এসেছিলাম। কিন্তু রাস্তায় যানজট থাকার কারণে সেখানে সঠিক সময়ে উপস্থিত হতে পারিনি।
পৌর শহরের বাসিন্দা আরিফুর রহমান বলেন, পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই যানজট নিরসনে তারা যেন দ্রুত পদক্ষেপ নেন।
পৌর কর্তৃপক্ষের তথ্যমতে, বর্তমানে পৌরসভা থেকে ১১০০ ইজি বাইক ও ৭০০ ব্যাটারিচালিত রিকশা লাইসেন্স দেওয়া হলে বাস্তবে তার চিত্র ভিন্ন। পুরো শহরে প্রায় ২ হাজারের বেশি এসব অনিয়ন্ত্রিত বাহন চলাচল করছে।
সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, বর্তমানে পৌরসভা থেকে যেসব ইজি বাইক ও ৭০০ ব্যাটারিচালিত রিকশা লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো শহরের চলাচল করলে তেমন একটা যানজট তৈরি হওয়ার কথা না। তবে শহরের বাইরে থেকে আসা অটোরিকশা ও ইজিবাইকে ভরে গেছে। যানজট নিরসনে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।