- জুলাই ২৫, ২০২৫
- লিড নিউস
- 7

নিউজ ডেস্কঃ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সিলেট মহানগরের নেতা তৌফিক ওমর তানভীর (২১) দুর্বৃত্ত্বের ছুরিকাঘাতের শিকার হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তানভীরের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, তানভীরের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।