• জুলাই ২৫, ২০২৫
  • লিড নিউস
  • 7
সিলেট ও সুনামগঞ্জে এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ আজ

নিউজ ডেস্কঃ সিলেট ও সুনামগঞ্জ জেলায় আজ শুক্রবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। দুটি কর্মসূচিতে অংশ নিতে সিলেটে এসেছেন এনসিপির আহবায়ক, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, এহতেশাম হক, তাননিম জারাসহ শীর্ষ নেতৃবৃন্দ।

সিলেট অঞ্চলের কর্মসূচিগুলো সফলভাবে আয়োজনে আগেই সিলেট এসেছেন সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক। তিনি সিলেট মিরর-কে বলেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা প্রত্যাশা করছি এটি সিলেটে একটি ঐতিহাসিক পদযাত্রা হয়ে থাকবে।’

এনসিপি সূত্রে জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জের জুলাই পদযাত্রায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জেষ্ঠ্য যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।

আজ দুপুর দুইটার দিকে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন আলফাত স্কয়ারে দলের নেতাকর্মীরা জড়ো হবেন। সেখান থেকে বেলা ৩টার দিকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে পুরাতন বাস টার্মিনাল এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। বিকাল ৫টার পরে সিলেটে জুলাই পদযাত্রা শুরু হবে।

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার বিকাল ৫টার পর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই পদযাত্রা শুরু হবে। পদযাত্রা নগরের শহীদ মিনার থেকে শুরু হয়ে আম্বরখানা পয়েন্ট ঘুরে, সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার পয়েন্ট ঘুরে ফের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক বলেন, ‘সিলেটে কর্মসূচিতে প্রথমবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন। আমরা গতকাল (বৃহস্পতিবার) হবিগঞ্জে কর্মসূচি করেছি। আজকে সুনামগঞ্জ ও সিলেটে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কেন্দ্রের সব নেতৃবৃন্দ সিলেট এসেছেন। কর্মসূচিকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরে ফেস্টুন, ব্যানার ও তোরণ লাগানো হয়েছে। সবমিলিয়ে সিলেটে একটি ঐতিহাসিক পদযাত্রার অপেক্ষায় আমরা।’

তিনি বলেন, ‘জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সিলেট নগর ও সুনামগঞ্জে ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে। রাজনৈতিক কর্মসূচির কারণে এসব লাগাতে হয়েছে। তবে কর্মসূচি শেষ হলেই আমরা এগুলো অপসারণ করে ফেলব। কারণ আমরা কোনোভাবেই চাইনা নগরের সৌন্দর্য নষ্ট হোক।’

তিনি সিলেটবাসীকে জুলাই পদযাত্রায় স্বতষ্ফুর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।