• জুলাই ২৮, ২০২৫
  • মৌলভীবাজার
  • 3
মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে ঠেলে দিয়েছে বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গা নাগরিককে ঠেলে দিয়েছে বিএসএফ। সোমবার (২৮ জুলাই) ভোরে উপজেলার করমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী ও ছয়শিশু রয়েছে।

বিজিবি জানিয়েছে, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করার সময় বিজিবির টহলদল তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ৫ বছর পূর্বে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান। আটকদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, পরিচয় যাচাই শেষে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হবে।