• আগস্ট ৩, ২০২৫
  • শীর্ষ খবর
  • 124
সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মাথা বিচ্ছিন্ন

নিউজ ডেস্কঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে সকাল ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালের আন্তঃনগর ‘উপবন’ ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরনে জিন্সের প্যান্ট ও টি-শার্ট ছিল। খবর পেয়ে সকাল ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এখনো এই লোকটির আত্মীয় স্বজন কেউ পাওয়া যায়নি।