• আগস্ট ৫, ২০২৫
  • শীর্ষ খবর
  • 3
গোয়াইনঘাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

নিউজ ডেস্কঃ সিলেট জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে চোর সন্দেহে ইমাম উদ্দিন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা বাগানের বাংলোর পাশে একটি অফিস কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। নিহত ইমাম উদ্দিন গোয়াইনঘাটের জাফলং মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (৪ আগস্ট) রাত ৩টার দিকে ইমাম উদ্দিনকে চোর সন্দেহে আটকের পর বাগান কর্তৃপক্ষ ও চৌকিদাররা মিলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাতের বেলা ইমাম উদ্দিনকে চা বাগানের ভেতর পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে।