- আগস্ট ৫, ২০২৫
- শীর্ষ খবর
- 3

নিউজ ডেস্কঃ ২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ সারাদেশে পুলিশের গুলিতে নিহত সকল শহীদের স্মরণে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট (এমজাস) এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।
‘শহীদের স্মরণে সবুজের অঙ্গীকার: ৩৬ জুলাইয়ে ৩৬টি বৃক্ষরোপণ’—এই প্রতীকী শিরোনামে আজ ৫ আগস্ট, সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকা কোর্ট পয়েন্ট হতে জিন্দাবাজার সড়কের বিভাজন অংশজুড়ে হরতকি ৫টা, তুলশি ৪টা, দেবদারু ৫টা, অর্জুন ৫, আমলকি ১০টা, চিকরাশি ৬ টা, সুনালো ১টা মোট, ৩৬টি গাছ রোপণ করা হয়।
গতকাল ৫ আগষ্ট মঙ্গলবার সাড়ে ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে শহীদ সাংবাদিক এটিএম তুরাব যেখানে গুলিবিদ্ধ হয় ঠিক সেখানেই এমজাস এর যুগ্ম আহবায়ক মামুন হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম এর পরিচালনায় শুরু হওয়া বৃক্ষ রোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এমজাস আহবায়ক মাসুদ আহমেদ রনি, বিপিজেএর সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সিলেট উইমেন জার্নালিস্ট ক্লাব সেক্রেটারি শাকিলা ববি, এমজাস সদস্য লতিফুর রহমান উজ্জ্বল, রুমান আহমদ, মহসিন রনি, মো:আজমল আলী, রেজা রুবেল, নয়ন নিমু, মেহেদী হাসান অপূর্ব, জয়নাল আবেদীন আজাদ, কর্মসূচিতে এমজাস-এর সকল সদস্যসহ সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপণের এই আয়োজনে বিশেষ সহযোগিতা করে সিলেট বন বিভাগ ও ফারমিছ গার্ডেন হোটেল এবং রেস্টুরেন্ট।
এমজাস নেতৃবৃন্দ বলেন, ‘আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আমাদের পরিবেশ রক্ষার দায়িত্ববোধের প্রতীক। সবুজে গড়ে উঠুক নতুন প্রজন্মের অঙ্গীকার।’
এ ধরনের কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তারা জানান, শহীদের স্মৃতি রক্ষার পাশাপাশি পরিবেশ-সচেতনতা তৈরিতে এমজাস ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করে যাবে।