• আগস্ট ৭, ২০২৫
  • লিড নিউস
  • 5
সিলেট ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা, গ্রেফতার ৮

নিউজ ডেস্কঃ সিলেটৈ জয় বাংলা স্লোগান দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৩০ থেকে ৩৫ জনকে। পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ ফাহিম বাদি হয়ে এ মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম জানান, মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জন রয়েছে। পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাকিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেফতার ৮ জনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মহানগরের একাটি ইনডোর মাঠে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ চলাকালে ২০ থেকে ২৫ জন যুবক অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের অভিযোগ হামলার সময় হামলাকারীরা জয় বাংলা স্লোগান দিতে থাকে।