• আগস্ট ১৪, ২০২৫
  • শীর্ষ খবর
  • 4
দিরাইয়ে খেলতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাইয়ে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, সহপাঠীর সঙ্গে খেলতে গিয়ে ওই শিশু ধর্ষণের শিকার হয়। বর্তমানে ভুক্তভোগী শিশুর অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলার কার্ত্তিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুর চাচী জানান, সহপাঠীর সঙ্গে খেলতে গিয়েছিল ওই শিশু। বাড়ি ফিরে সে কান্নাকাটি করতে থাকে। জিজ্ঞাসা করলে সে সবকিছু জানায়। পরে শিশুটিকে দিরাই হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক সুনামগঞ্জ হাসপাতালে রেফার্ড করেন। পরে তাকে সেখানে নেওয়া হয়।

তিনি বলেন, অভিযুক্ত এমরান তার বোনের বাড়ি বেড়াতে এসেছিল। সে তাড়ল ইউনিয়নের সন্তোষপুর কারারপার গ্রামের এমরান মেতু মিয়ার ছেলে। ঘটনার পর তাকে আটক করে থানায় খবর দেওয়া হয়। কিন্তু কৌশলে সে পালিয়ে যায়।

এ বিষয়ে দিরাই থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে খোঁজ নিয়েছি। ভুক্তভোগীকে প্রথমে সুনামগঞ্জ এরপর সিলেট পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।