- আগস্ট ১৪, ২০২৫
- বিজ্ঞপ্তি
- 3

নিউজ ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছে। তারা লুটপাটে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি, বৈধভাবে পাথর কোয়ারি সরকারী ব্যবস্থাপনায় খোলার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে অধ্যক্ষ আব্দুল হান্নান ও আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর সেক্রেটারী মোঃ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীন জানান, সাদাপাথর সিলেটের অন্যতম শীর্ষ পর্যটন স্পট। এটি ধ্বংস হওয়ার ফলে সিলেট ও দেশের পর্যটন শিল্পের ক্ষতি হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের নিস্ক্রিয়তায় পাথর লুটপাটের মহোৎসব চলছে, যা অত্যন্ত উদ্বেগজনক। লুটপাটের সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা এবং লুট হওয়া পাথর পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন তারা।
একইসঙ্গে তারা উল্লেখ করেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত নেতাদের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। এটি মূলত পাথর লুটের বিষয়টি আড়াল করার চেষ্টা হিসেবে তারা অভিহিত করেছেন। তাই সচেতন নাগরিকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান নেতৃবৃন্দ।