- আগস্ট ১৭, ২০২৫
- মতামত
- 3

হাবিবা সুলতানাঃ সিলেটের ভোলাগঞ্জ, যেটি ভারতের খাসিয়া পাহাড় থেকে ধলাই নদীর স্রোতে ভেসে আসা প্রাকৃতিক সাদা পাথরের জন্য পরিচিত, সেখানে সরকারি নিষেধাজ্ঞা ও পরিবেশগত উদ্বেগ সত্ত্বেও ব্যাপকভাবে অবৈধ পাথর উত্তোলন চলছে।
স্থানীয় সূত্র জানায়, বিএনপি, আওয়ামীলীগ, এনসিপি , জামাআতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এই অবৈধ কার্যক্রমে জড়িত। দিনের আলোয় প্রকাশ্যে নদীর তলদেশ ও পাহাড়ি ঢাল কেটে পাথর তোলা হচ্ছে, এবং ট্রাক ও নৌকায়যোগে বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, চোখের সামনে এরকম লুটপাট হওয়ার দেখেও প্রশাসন হাত গুটিয়ে বসে আছে। রাজনৈতিক প্রভাবের কারণে অক্ষত থাকছে মূল হোতারা।
পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অতিরিক্ত পাথর উত্তোলন নদীর তীর ভেঙে ফেলছে, জলজ জীববৈচিত্র্য নষ্ট করছে এবং বন্যার ঝুঁকি বাড়াচ্ছে।
বাসিন্দারা বলছেন, ভোলাগঞ্জের সৌন্দর্য দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং টেকসই পাথর সংগ্রহের ওপর নির্ভরশীল মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে।
নির্মাণ শিল্পের জন্য ভোলাগঞ্জের সাদা পাথর একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হলেও, বিশেষজ্ঞরা বলছেন, লাগামহীন লুটপাট চলতে থাকলে সম্পদ নিঃশেষ হয়ে যাবে এবং অপূরণীয় পরিবেশগত ক্ষতি ঘটবে। এলাকাটির প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় কঠোর আইন প্রয়োগ ও রাজনৈতিক জবাবদিহিতার দাবিতে আওয়াজ জোরদার হচ্ছে