• আগস্ট ২৭, ২০২৫
  • শীর্ষ খবর
  • 1
সিলেটে বালু-পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি

নিউজ ডেস্কঃ সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

বুধবার (২৭ আগস্ট) জানা যায়, মঙ্গলবার জেলা প্রশাসনের সীমান্ত শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে জেলা প্রশাসক উল্লেখ করেন, সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকায় কিছু ব্যক্তি অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ ও পাচারের সাথে জড়িত। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পর্যটন সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে অবৈধ বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।