• সেপ্টেম্বর ৫, ২০২৫
  • শীর্ষ খবর
  • 3
সিলেটে ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের দায়ে ১১ জনের কারাদণ্ড, ৮ নৌকা জব্দ

নিউজ ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় জব্দ করা হয় ৬টি স্টিল বডি নৌকা ও লিস্টার মেশিন লাগানো ২টি কাঠের বারকি নৌকা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া ও থানার ওসি মোহাম্মদ রতন শেখের নেতৃত্বে টাস্কফোর্স এ অভিযান চালায়। এতে পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন।

অভিযানটি বৃহস্পতিবার রাত ধেকে শুরু হয়।

অভিযানকালে ধলাই সেতুর ৫০০ মিটারের মধ্যে লিস্টার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করতে দেখা গেলে ৮টি নৌকা আটক ও ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জেল দেওয়া হয়।

আটককৃতরা হলেন- মো. এবাদুর রহমান (২২), মো. একরাম হোসেন (২২), মো. আতাউর রহমান (৩৩), মো. নজরুল ইসলাম (৩৫), মুজিবুর রহমান, মো. মফিকুল হক (৩০), মো. সজিব (২২), মো. আলী রাজ (২৮), মো. মহাসিন আহমদ (২৮), মো. তৌফিক মিয়া (৩০), মো. আলী হোসেন (২৩)।

এদের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া বলেন, ‘লিজ বহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ রতন শেখ জানান, ’আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ’অবৈধ বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।’