• সেপ্টেম্বর ১১, ২০২৫
  • জাতীয়
  • 3
শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্কঃ জয় বাংলা ব্রিগেড-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থান করা আসামিরা দেশে আসলেই গ্রেপ্তার করার আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ ও তদন্ত (সিআইডি) বিভাগের সহকারি সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন) মো. এনামুল হক দেশ ত্যাগ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়াসহ বিদেশে থাকা আসামিদের দেশে আসামাত্রই গ্রেপ্তার করার আদেশ দেওয়ার আবেদন করেন।

আবেদনে বলা হয়, রাষ্ট্রদ্রোহ মামলায় প্রতিবেদনভুক্ত ২৮৬ জন আসামির মধ্যে অনেকে বাংলাদেশে আবার অনেকে দেশের বাইরে অবস্থান করছেন। বাংলাদেশে থাকা আসামিরা যেন দেশ ছেড়ে পলায়ন না করতে পারেন তার নিষেধাজ্ঞা এবং বিদেশে অবস্থান করা আসামিরা দেশে আসলে যেন গ্রেপ্তার করা হয় সে মর্মে আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।

চলতি বছরের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সংশ্লিষ্ট আদালতে মামলাটি করে সিআইডি।

এরপর সিআরপিসির ১৯৬ ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে সিআইডির সহকারি সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন) মো. এনামুল হককে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে প্রতিবেদন দাখিল করেন ওই তদন্ত কর্মকর্তা।

প্রতিবেদনটি আমলে গ্রহণ করে গত ১৪ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে জয় বাংলা ব্রিগেড-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ সময় শেখ হাসিনা তার নেতা-কর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য দেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সারাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।