- সেপ্টেম্বর ১৫, ২০২৫
- শীর্ষ খবর
- 1

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর সড়ক ও ফুটপাত দখল করে বসা হকারদের পুনর্বাসনের জন্য আবারও লালদিঘীরপাড়ে প্রস্তুতি চলছে জোর-শোরে।
আজ সোমবার সকাল থেকে ২০ জন শ্রমিক লালদিঘীরপাড়ে ঘাস ও ময়লায় জমে থাকা হকারদের নির্ধারিত স্থান পরিচ্ছন্ন করেন।
জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে লালদিঘীরপাড় মাঠকে নতুনভাবে প্রস্তুত করে সেখানে হকারদের বসানো হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, ইতোমধ্যে লালদিঘীরপাড় মাঠে বালু ফেলে সমতলকরণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দুই সপ্তাহের মধ্যেই মাঠটির সংস্কার কাজ শেষ করে ব্যবসার উপযোগী করা হবে। এরপর ধাপে ধাপে শুরু হবে হকার পুনর্বাসন প্রক্রিয়া।
এর আগে গত শনিবার নগরীর বন্দরবাজার ও কিনব্রিজ এলাকায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। এ সময় হকারদের ১৫ দিনের মধ্যে সড়ক ও ফুটপাত ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, হকারদের পুনর্বাসনের জন্য লালদিঘীরপাড় এলাকায় একটি স্থান নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করে সেটিকে ব্যবসার উপযোগী করা হবে। এরপর হকারদের সেখানে বসানো হবে। যারা নির্ধারিত স্থানে যাবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে রোববার থেকে কোনো হকার রাস্তা দখল করে ব্যবসা চালাতে পারবেন না।
এ বিষয়ে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, এই শহরের প্রধান সমস্যা হলো ফুটপাত দখল। আমরা সকল স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছি। সবাই হকার পুনর্বাসনের ব্যাপারে একমত হয়েছে। লালদিঘীরপাড়ে যে জায়গা নির্ধারিত আছে, সেটি দ্রুত সংস্কার করে হকারদের সেখানে নেওয়া হবে। আমরা আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই সিলেট নগরী হকারমুক্ত হবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নগরীর অধিকাংশ সড়ক ও ফুটপাত হকারদের দখলে চলে যায়। এতে চলাচলে ব্যাপক ভোগান্তিতে পড়েন নগরবাসী। সব মহল থেকে হকার উচ্ছেদের দাবি ওঠার পর প্রশাসন ও সিটি করপোরেশন এই উদ্যোগ গ্রহণ করে।