- সেপ্টেম্বর ১৫, ২০২৫
- শীর্ষ খবর
- 104
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৩৬.৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম শায়েস্তাগঞ্জ পৌরসভাস্থ নতুন ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে একটি অফ-হোয়াইট রঙের নোয়া গাড়ি থামানো হলে দুইজন পালানোর চেষ্টা করে। এসময় একজনকে আটক করা হয় এবং অপরজন পালিয়ে যায়। আটক ব্যক্তির কাছে থাকা গাড়ি তল্লাশি করে ৩৬.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মো. ইব্রাহিম (৩৩)। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালি এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।
